হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১১ জুন সোমবার উপজেলা সদরস্থ শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অলিউল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের মনির এবং শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন শাল্লা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কাশেম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী।
ইফতার অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন, দিরাই-শাল্লা আসনের প্রয়াত সংসদ সদস্য বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ও বর্তমান সংসদ সদস্য ডঃ জয়া সেনগুপ্ত এর একমাত্র সন্তান সৌমেন সেনগুপ্ত। ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী, ও এলাকার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।