স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২৮ বিজিবির টহল দল পৃথক অভিযানে মঙ্গলবার দুপুরে কড়ইগড়া থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করেছে। চানপুর বিওপির নায়েব সুবেদার আয়ূব খান এসব মাদক আটক করলেও কাউকে আটক করতে পারেননি। এদিকে একই ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির সুবেদার মো. আনিসুর রহমানের নেতৃত্বে একটি টহল দল পৃথক অভিযানে লাকমাছড়া সীমান্ত থেকে ৩০০ কেজি ভারতীয় অবৈধ কয়লা আটক করে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. এস এম আবুল এহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান বন্ধসহ সার্বিক নজরদারি করছে বিজিবি।