স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিকাশ গ্রাহকদের বিশেষ সুবিদা দেওয়া হচ্ছে কেনাকাটায়। বিশেষ করে বড় কিছু প্রতিষ্ঠানে বিকাশে লেনদেন করলে ৩০ ভাগ ক্যাশব্যাকের অফার দেওয়া হয়। স্বপ্ন, আগোরা, লটো, বাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিকাশ গ্রাহকরা বিকাশ অফারের সু্বিধা পেতে গিয়ে বিকাশে লেনদেন করতে পারছেন না তারা। বিশেষ করে স্বপ্নের মতো প্রতিষ্ঠানে নেটওয়ার্ক সমস্যার কথা বলে বিকাশে লেনদেন করছেনা। তারা ক্যাশ কাউন্টারে নোটিশ টাঙ্গিয়ে রেখেছে। বিকাশের অার চলাকালীন সময়ে এমন প্রতারণায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। শুক্রবার সিলেট শহরের জিন্দাবাজারস্থ স্বপ্নের শোরুমে বিকাশ গ্রাহকদের উদ্দেশে নোটিশ দেখা গেছে।
বিকাশে কেনাকাটা করতে যাওয়া গ্রাহক আমিনুল বলেন, ৩০ ভাগ ক্যাশ ব্যাকের অফার মোবাইলে এসএমএস করে জানানো হয়েছে। গিয়ে দেখি নেটওয়ার্ক সমস্যার কারণ দেখিয়ে নোটিশ ঝুলিয়েছে স্বপ্ন। গ্রাকদের অফারের প্রলোভন দেখিয়ে অফার অনুযায়ী লেন দেন না করাটা প্রতারণা।