অনলাইন:
সম্প্রতি ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়ে ২৪১ মিলিয়ন ডলার আদায় করা শুরু করেছিল মার্কিন প্রশাসন। এবার তার জবাব দিল নয়াদিল্লি।
৩০টি মার্কিন দ্রব্যের উপর ৫০% শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সেইমতো তালিকা প্রস্তু করে জমা দেওয়া হয়েছে WTO-র কাছে।
গত মার্চে ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল আমেরিকা। যার জেরে ক্ষতির মুখে পড়ে এদেশীয় ব্যবসায়ীরা। উল্টে ২৪১ মিলিয়ন মার্কিন ডলারের লাভ করছিল ওয়াশিংটন। কিন্তু, এবার পালটা মার্কিন পণ্যের উপর ৫০% শুল্ক বাড়াল ভারত।
প্রসঙ্গত, গতমাসেই আপেল, বাদাম এবং মোটরসাইকেল-সহ ২০টি মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিল নয়াদিল্লি। যা নিয়ে G7 বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নয়াদিল্লির এই নতুন সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া কী হয় দেখার অপেক্ষা করতে হচ্ছে।
২০১৬-১৭ আর্থিকবর্ষে মোট ৪২.২১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমেরিকা থেকে রপ্তানি করেছিল ভারত। এবং ২২.৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছিল।