স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় পল্লীবিদ্যুতের এলাকা আলাদা ফিডারে ভাগ করায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। পশ্চিম পাগলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে ৯ ওয়ার্ডবাসী মিলে এ প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন। বুধবার বিকাল ৫টায় ইউনিয়নের রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিবাদ সভা করেন তারা। এলাকাবাসীর দাবী, উপজেলা সদরে বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের পরে পশ্চিম পাগলা ইউনিয়নের ৬ নং থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত বিদ্যুৎ গ্রহিতাদের আলাদা ফিডারে বিভক্ত করে অন্য অঞ্চলের সাথে দেওয়া হয়েছে। পশ্চিম পাগলা ইউনিয়নবাসীকে একটি ফিডারে রেখে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবী করেন তারা।
ইউনিয়নের প্রবীণ মুরব্বি প্রাক্তন ইউপি সদস্য আবদুল মছব্বিরের সভাপতিত্বে ও ব্যবসায়ী জাবেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। সকলের দাবীর প্রেক্ষিতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন তিনি।
এসময় বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি মো. বাদশা মিয়া, সাবেক ইউপি সদস্য শামছুল হক, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিত সূত্রধর, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরনজিত চৌধুরী টপ্পা, ব্যবসায়ী শাহিন মিয়া, মফিজুর রহমান ও প্রভাষক শের জাহান।
উপস্থিত ছিলেন নূর উদ্দিন লুচাই, সাজিদুর রহমান, আবদুল খালেক, নির্মল দাশ, আবদুল হান্নান, রহিম আলী, কাহের মিয়া, আবদুস সামাদ, ফারুক মিয়া, নূর মিয়া, মাওলানা আতিকুল ইসলাম, ভৈরব সূত্রধর. নুরুজ্জামান, মাও. খলিলুর রহমান, কয়ছর রহমান, সজল দেব বছল, আবুল কালাম, তফজ্জল হোসেন, রাজিব আহমদ আতিকুল ইসলাম, জাকারিয়া আহমদ, সাবান নূর, দিজু সূত্রধর, শাহ আলম ও আবদুল আলীম প্রমুখ।