স্টাফ রিপোর্টার::
অান্তর্জাতবক পাবলিক সার্ভিস দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রা ও আলোচনাসভায় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের পরিকল্পনায় প্রথম বারের মতো প্রশাসনের কর্মীদের তাদের প্রাপ্ত দায়িত্ব ও সেবার জন্য সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ বরকতুল্লাহ খান, উপ পরিচালক, স্থানীয় সরকার, জনাব মোহাম্মদ এমরান হোসেন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল আহমেদ। এ সময়ে বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরত কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।