স্টাফ রিপোর্টার, ছাতক::
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরাতন মৈশাপুর গ্রামের ফারুক মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ছাতক উপজেলা।
মঙ্গলবার দিনব্যাপী উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ, ধারন বাজারে আঞ্চলিক আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাউয়া বাজারে আ,লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে সাবেক ইউপি চেয়ারম্যান ফজর উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আজিজুল হক জাহাঙ্গীরের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ,লীগের সদস্য, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, নুরুল আমিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আ,লীগ নেতা হাবিবুর রহমান মোশাররফ, কালারুকা ইউপি আ,লীগের সভাপতি আফতাব উদ্দিন, আ,লীগ নেতা আসকির আলী, নুরুল ইসলাম প্রমুখ।
বিকালে ধারনবাজারে, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, আ,লীগ নেতা আফজাল হুসাইন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওলাদ হুসেন মাষ্টার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসাইন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।
বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউপি আ,লীগের সভাপতি ফজর উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম সুন্দর, সাধারণ সম্পাদক এড, শামছুর রহমান, কালারুকা ইউপি আ,লীগের সভাপতি আফতাব উদ্দিন, দক্ষিণ খুরমা ইউপি আ,লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আ,লীগ নেতা আছকির আলী, অতুল দেব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন।
পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাতকের কিছু কুচক্রি মহল উত্তর খুরমা ইউপির সন্তান ফারুক মিয়ার প্রকৃত হত্যাকারীকে আড়াল করে রাখতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অতীতের ন্যায় নৌকার পরাজয়ের লক্ষ্যে ফায়দা নীলনকশা করতেছে একাত্তরের পরাজিত শক্তি। তারা প্রকৃত খুনিদের আড়াল করতে অপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। উল্লেখ্য অপপ্রচারকারীরা রাজনৈতিকভাবে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের রাজনৈতিক বিরোধী শক্তি হিসেবে পরিচিত।
তারা বলেন, ছাতকের মানুষ সবসময় ঐ কুচক্রি মহলকে আস্তাকুরে ফেলেছে। বর্তমানেও ছাতকবাসী ঐক্যবদ্ধ। স্বাধীনতা বিরুধী ঐ শক্তি যাতে মাথাঝাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে লক্ষ রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়।