স্টাফ রিপোর্টার::
উপজেলা পর্যায়ে কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষক, অভিভাবক ও এসএমসির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার সকাল ১১টায় কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, গোকুল চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া প্রমুখ।