আন্তর্জাতিক ডেক্স::
আর যেন কখনও ইসলামকে শান্তির ধর্ম না বলা হয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে এমন ভাবেই লিখেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। গত শুক্রবার রাতের বাংলাদেশের রাজধানী শহর ঢাকার গুলশনে জঙ্গি হামলার পর থেকে ওই হামলা নিয়ে প্রচুর ট্যুইট করেছেন তসলিমা। সেই ধারাবাহিক ট্যুইটে নানাভাবে নিজস্ব ভঙ্গিতে ইসলামী রক্ষণশীলতাকে আক্রমণ করে গিয়েছেন লজ্জা শ্রষ্ঠা এই নির্বাসিতা নারীবাদী লেখক।
ট্যুইটারে তসলিমা লিখেছেন, “মানবতার স্বার্থে ইসলামকে শান্তির ধর্ম বলা বন্ধ হোক। আর কখনও যেন ইসলামকে শান্তির ধর্ম বলা না হয়।” তিনি আরও লিখেছেন, ‘ঢাকার হামলাকারীরা সকলেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সকলেই উচ্চমানের স্কুলে লেখাপড়া করেছে। অনুগ্রহ করে আর বলবেন না যে অশিক্ষা এবং দারীদ্রের কারণে ইসলামিক জঙ্গি তৈরি হয়।’ তাঁর মতে, ‘একজন ইসলামিক জঙ্গি তৈরি হওয়ার জন্যে দারীদ্র, অশিক্ষা, হতাশা, আমেরিকার বিদেশনীতি, ইজরায়েলের ষড়যন্ত্রের দরকার হয় না। শুধুমাত্র ইসলাম দরকার।’
তার এমন কথায় সমালোচনার ঝড় উঠেছে।