স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ কৃষকলীগের সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন দিয়েছে সদর উপজেলা আহবায়ক কমিটি। শনিবার বিকালে জেলা আ’লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের হাছননগরস্থ বাসায় ৮নং মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন সদর উপজেলা কমিটির আহবায়ক মঈনুল হক, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব মহিবুর রহমান। মোহনপুর ইউনিয়ন কমিটির সভাপতি মক্তছির আলী, সম্পাদক শামছুল ইসলামসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, পৌর কৃষকলীগের আহবায়ক কল্লুল তালুকদার, সদর উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল হক পৌরভ, সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মহিবুর রহমান, ব্যারিস্টার ইমনের ব্যাক্তগত সহকারী সুমন দাস, সদর উপজেলা কৃষকলীগের সদস্য মেহেদী হাসান লিটন ও রুজেল আহমদ প্রমুখ। কমিটির অন্যান্য সদস্যদের মাঝে সহ-সভাপতি আছান আলী, জমির আলী, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, মইনুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ মিয়া, জমির মিয়া, সাংগঠনিক সম্পাদক সমরাজ মিয়া, জামাল মিয়া,অজিত দাস, অর্থ সম্পাদক মনির আলী প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন শীল, দপ্তর সম্পাদক মুুুস্তাক মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক রুবেল মিয়া, সমবায় সম্পাদক বাবুল মিয়া, কুটির শিল্প সম্পাদক দিমল দাস, স্বাস্থ্য সম্পাদক মইনুল ইসলাম, মৎস্য সম্পাদক সুবান মিয়া, কৃষি পন্য বিষয়ক সম্পাদক শুকুর আলী, কৃষি ঋণ বিষয়ক সম্পাদক মিজান মিয়া, পানি ও সেচ বিষয়ক সম্পাদক আজাদ মিয়া, ভুমি বিষয়ক সম্পাদক নুর আহমদ প্রমুখ। এ সময় সদর উপজেলা কমিটির আহবায়ক মঈনুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগকে আরও শক্তিশালী করতে এবং কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামীলীগকে বিজয়ী করে রাস্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কৃষকদের উন্নয়ন সাধিত হবে।