স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে নৌকাডুৃবিতে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রামের মো. সাজিদুর রহমানের স্ত্রী হোসনে আরা বেগম (২৫) ও পাশর্^বর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে নৌকার মাঝি মো. এমদাদুল হক (৬০)। রবিবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জের জোরসিংহ হাওরে এ নৌকা ডুবিতে ওই হতাহতের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার জামালগঞ্জ উপজেলা থেকে ৭ জন নারী , শিশু ও পুরুষরা একত্রিত হয়ে হাত চালিত নৌকাযোগে পার্শ্ববর্তী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে এক আত্বীয়ের বাড়িতে শিরনির দাওয়াত খেতে যান।’ দাওয়াত খাওয়া শেষে ওই নৌকায় করে ফের জামালগঞ্জে বাড়ি ফেরার পথে ৭ যাত্রী কেশবপুর থেকে মুক্তাখাই গ্রামে যাওয়ার সময় পাশর্^বর্তী জোরসিংহা হাওরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছোট নৌকা নিয়ে এসে দু’ শিশুসহ ৫ জনকে উদ্ধার করলেও এক মহিলা ও নৌকার মাঝি নিখোঁজ হন।’ পরে তাদের লাশ উদ্ধার করেন এলাকাবাসী।