স্টাফ রিপোর্টার::
আবারও প্রাণবনন্ত ও গঠনমূলক বক্তব্য দিয়েছেন সুনামগঞ্জের সুসন্তান বাংলাদেশ সরকারের তথ্যসচিব মো. মরতুজা আহমদ। শনিবার রাতে সুনামগঞ্জের স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি সাবলিল ভাষায় বক্তব্য রাখেন। জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও সমস্যা নিয়ে গণমাধ্যমকে বস্তুনিষ্ট ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
তথ্যসচিব বলেন, সাংবাদিককে শুধু সংবাদ পরিবেশনই নয় সামাজিক দায়িত্বও পালন করতে হবে। দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। সুনামগঞ্জের প্রেক্ষাপট তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে সচিব বলেন, সুনামগঞ্জের পতিত কৃষি জমি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ অন্যান্য অবকাঠামোগত সমস্যা তুলে ধরে সংবাদ পরিবেশন করলে আমরা উপকৃত হব। আমাদের গণমাধ্যকেই এই সামাজিক দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে সুনামগঞ্জের গণমাধ্যমকে এসব ক্ষেত্রে আরো শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান সচিব।
সচিব আরো বলেন, সরকারের ১২৩টি সামাজিক নিরাপত্তা বেষ্টনী রয়েছে। এসব বেষ্টনী প্রত্যন্ত অঞ্চলে পৌছছেনা। সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প দুর্যোগ কবলিত গৃহহারাদের আশ্রয় কেন্দ্র কতটা রয়েছে এগুলো সংবাদের মাধ্যমে বের করে আসতে হবে। এতে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষ উপকৃত হবে। দেশকে এগিয়ে নিতে হলে গণমাধ্যমকেই ভূমিকা রাখতে হবে।