স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে পাহাড়ি ডল ও বৃষ্টিতে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৮ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪০ মি.মি. বৃস্টিপাত রেকর্ড হয়েছে। পানি বৃদ্দি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংম্লিষ্টরা।
মঙ্গলবার সকালে পাহাড়ি ডলের পানি নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে যাওয়ার দ পরে আবার ভেসে ওঠে। তবে এখনো বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে বন্যাপরিস্থিতি মোকাবেলায জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার জানান, সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও বৃষ্টিতে বন্যাপরিস্থিতির আশঙ্কা