ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পাথর ও বালুবাহী বার্জ, কার্গোসহ বিভিন্ন ধরনের মালবাহী নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে ৩জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ছাতক থানা পুলিশ তাহির আলী, রাহুল ও তাহের মিয়াকে আটক করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছাতকে সুরমা নদীতে নৌ-পথে চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট। এ ঘটনায় বালু, পাথর ব্যবসায়ী, নৌকার মালিক-শ্রমিকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের চাহিদা মত চাঁদা দিতে না পারায় বিভিন্ন সময়ে নৌ-শ্রমিকদের মারধরের পাশাপাশি তাদের মালপত্রও ছিনিয়ে নিচ্ছে চাদাবাজরা। চাদাবাজিতে অতীষ্ট হয়ে ব্যবসায়ী ও শ্রমিকরা সভা-সমাবেশে, মিছিল ও স্মারক লিপি প্রদান করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে। মঙ্গলবার দুপরে ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুরমা নদীতে চাদাবাজির সময় এই তিনজনকে আটক করেছে। পুলিশ তাদেরকে বিজ্ঞাসা করে সিন্ডিকেটের তথ্য আদায়ের চেষ্টা করছে বলে জানা গেছে।
ছাতক মডেল থানার ওসি (তদন্ত) কাজী গোলাম মোস্তফা বলেন, আটককৃতদের জিজ্ঞাসা করা হচ্ছে। তারা বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে নদী পথে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল বলে জানান তিনি।