সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের উদ্যোগে নবীন ছাত্র/ছাত্রীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জামাল বিশ্ববিদ্যালয় কলেজ হতে একটি আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে পথ সভায় মিলিত হয়। জামালগঞ্জ উপজেলা উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ এর সভাপতিত্বে ও নাজমুল হাসান খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, খসরুল আলম, মাহবুর রহমান (মাহবুব), রুহল আমিন, কলেজ ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ বাচ্চু, কাশেম পারভেজ, জহির রায়হান, নেছার আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা জুনাইদ আহমেদ, এনামুল হক, আঃ রহিম, মেহেদী হাসান, মুরছালিন আহমেদ, সাজ্জাদ হোসেন, সাকিল আহমেদ, ফরহাদ, তাকবীর, হাবিব, মামুন, চয়ন, রাজিব, এমদাদুল হক, ইমরান, সুহেল, সায়েক, শরিফ প্রমুখ প্রমুখ। বক্তরা বলেন, পিতা মুজিব জীবিত অবস্থায় ছাত্রলীগ যেমন উনার ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছে তারই ধারাবাহিকতায় বর্তমানে দেশরতœ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে ছাত্রলীগ পাশে রয়েছে। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নির্দেশিত সকল কর্মসুচি বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করেন উপজেলা ও কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ।