স্টাফ রিপোর্টার::
য়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা সংসদের নেতা দীপাল ভট্টাচার্য্যকে ছুরিকাঘাত করেছে দুবৃত্তরা। সোমবার সকালে নবীনবরণ অনুষ্ঠান নিয়ে কথা বলার সময় হঠাৎ কয়েকজন দুবৃত্ত দ্বীপালের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ছাত্র ইউনিয়ন নেতারা ছাত্রলীগকে দায়ি করেছেন। তবে খোজ নিয়ে জানা গেছে হামলাকারীদের ছাত্রলীগের কোন পরিচয় নেই। তারা ক্যাম্পাসে বখাটে হিসেবে পরিচিত।
জানা গেছে সকালে ক্যাম্পাসে আসন্ন নবীণ বরণ অনুষ্টান নিয়ে জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন দ্বীপাল ভট্টাচার্য্য। এসময় কয়েকজন বখাটে প্রকৃতির জুনিয়র শিক্ষার্থী তার উপর অতর্কিত চরাও হয়। দ্বীপালকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে তাকে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে ক্যাম্পাসে পুলিশসহ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ নেতৃবৃন্দ ছুটে যান। এ ঘটনায় ছাত্র লীগ দায়ি নয় বলে জানিয়েছেন আশিকুর রহমান রিপন।
উল্লেখ্য দ্বীপাল ভট্টাচায্য্য ক্যাম্পাসের ছাত্র আন্দোলনের জনপ্রিয় মুখ। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনেও জড়িত তিনি। কলেজে ছাত্রদের পক্ষে নানা ইস্যুভিত্তিক আন্দোলনে সক্রিয় রয়েছেন তিনি।
সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সরকারি কলেজে এই দুর্ঘটনার খবরের সাথে সাথেই পুলিশ ক্যাম্পাসে চলে যায়। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যানি বলে তিনি জানান।