স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাবেক সভাপতি দ্বীপাল ভট্টাচার্যকে ছুরিকাঘাতকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টায় সরকারি কলেজ ক্যাম্পাসের অনার্স ভবনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তারা অবিলম্বে কলেজের ছাত্র লীগ নামধারী হামলাকারী বখাটে চক্রকে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে এ ঘটনায় সোমবার রাতে আহত ছাত্র ইউনিয়ন নেতা দ্বীপাল ভট্টাচার্য্য হামলাকারী একজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, গত সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে নবীণবরণ সংক্রান্ত একটি অনুষ্ঠান বিষয়ে মতবিনিময়ের সময় শাহরিয়ার নূর নিহানের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী কয়েকজন শিক্ষার্থী দ্বীপাল ভট্টাচার্যের উপর আকষ্মিক হামলা চালায়। এতে গুরতর আহত হয়ে সুনামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছাত্র নেতা দ্বীপাল। বক্তারা অবিলম্বে ওই বখাটে চক্রকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাত্রনেতা সুকান্ত দত্ত, আসাদ মনি, নাসিম চৌধুরী, মলয় কর, ইকবাল হোসেন, জামিল আহমদ, আব্দুল বারী, ইমরান হোসেন, শাহজামাল প্রমুখ।
এদিকে এ ঘটনায় হামলাকারী কেউ ছাত্র লীগের সাথে জড়িত নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।