তৌহিদ চৌধুরী প্রদীপ::
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ব্লাড ক্যান্সার আক্রান্ত শাহীন আলমের চিকিৎসা সেবায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি দাখিল মাদ্রার পক্ষ থেকে ২ লাখ, ১৪ হাজার ৪শত ৫৯ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের দিন মজুর সাদির মিয়ার ছেলে শাহীন আলম দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।শাহিন আলম সেখানে হেমাটলজি বিভাগের ডা:নূরুল ফরহাদ’র অধিনে চিকিৎসাধীন আছে।এই রোগ আরোগ্যের জন্য তার ৮ লাখ টাকার প্রয়োজন। মানবিকতার টানে দরিদ্র শিক্ষার্থী শাহিন নের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন অসুস্থ্য শাহীন ও তার পরিবার।
গতকাল বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কায্যালয়ে অসুস্থ্য শাহিন আলম ও তার পিতার হাতে এই অর্থ তুলে দেয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরানের ব্যাক্তিগত পক্ষ থেকে ১০ হাজার, উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ৭০ হাজার, বালিকা উচ্চ বিদ্যালয় ২৬,৪,৩৫, সাচনাবাজার উচ্চ বিদ্যালয় ২৩ হাজার, আলা উদ্দিন মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় ২০১৪০, ভীমকালী উচ্চ বিদ্যালয় ১০ হাজার, নবীণ চন্দ্র উচ্চ বিদ্যারয় ৮ হাজার, বেহেলী উচ্চ বিদ্যালয় ১০৩৭৫, আব্দুল মুকিত উচ্চ বিদ্যারয়-১০ হাজার, দাখিল মাদ্রাসাগুলোম মধ্যে লক্ষিপুর টি.ডি মাদ্রাসা থেকে-৮ হাজার, লক্ষীপর রাহমানিয়া দাখিল মাদ্রাসা থেকে ৭৭২৯, কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা থেকে ১০৩৮০ টাকা সাহায্য প্রদান করা হয়েছে।অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপির চেয়ারম্যান অসীম তালুকদার, সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, আলা উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ সুলতান আহম্মদ ভুইয়া, নবীণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত চন্দ্র তালুকদার, কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রার সুপার মাও:নূরুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।