স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলায় বিধি ভেঙ্গে প্রাথমিক শিক্ষকদের বদলি বাণিজ্য করে আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌসকে এলাকাবাসী জগন্নাথপুরে যোগদান করতে না দেওয়ায় মন্ত্রণালয় তাকে দুর্গম উপজেলা শাল্লায় নতুন করে বদলি করেছে। গতকাল বুধবার জগন্নাথপুরের স্থলে তাকে শাল্লায় বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জানা গেছে ঘুষ বাণিজ্যের অভিযোগে গত ৪ জুলাই তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌসকে জগন্নাথপুরে বদলি করা হয়। এই আদেশে ক্ষুব্দ হয়ে ওঠেন স্থানীয় রাজনৈতিক ও শিক্ষক নেতৃবৃন্দসহ সুধীজন। তারা দুর্নীতিবাজ ওই কর্মকর্তাকে যোগ দিতে দেননি। অবশেষে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরের বদলির আদেশ স্থগিত করে ওই শিক্ষা কর্মকর্তাকে শাল্লা উপজেলায় বদলির আদেশ দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌসকে জগন্নাথপুরের বদলে শাল্লায় বদলির নতুন আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।