স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে এবার ৬-৫৯ মাস বয়সী ৭ লাখ ৯৭ হাজার ১৮১জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৪ জুলাই সকাল থেকে জেলার ২২৩০টি কেন্দ্রে একযোগে এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৬টি দুর্গম উপজেলার ৩৫ টি ইউনিয়নে পরদিন ১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত বিশেষ ব্যবস্থায় ভিটামিন এ খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকালে জেলা ইপিআই ভবনে অনুষ্ঠিত সাংবাদিকদের এক কর্মশালায় এই তথ্য জানান সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।
কর্মশালায় বক্তব্য রাখেন ডা. ননী গোপাল, ডা. আবুল কালাম, ওমর ফারুক, প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থবিভাগ সবধরনের প্রস্তুতি নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।