স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের তত্ত্ববধানে শাল্লা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকার সময় শাল্লা ডিগ্রি কলেজের শহিদ মিনার চত্বরে ছাত্রনেতা সমাপন দাসে’র সভাপততিত্বে ও বিমান দাস রাজীবে’র সন্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিরাই ডিগ্রি কলেজের সাবেক ভি.পি, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি, যুব ইউনিয়ন নেতা অ্যাডভোকেট নিরন্জন দাস খোকন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রইসুজ্জামান, জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, সরকারি কলেজ সংসদের যুগ্ম-আহবায়ক নিমাই সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে সমাপন দাস’কে আহবায়ক, সমীর চন্দ্র দাস, তুহিন কুমার দাস ও চন্দন চৌধুরী’কে যুগ্ম-আহবায়ক এবং অর্পণ চন্দ্র দাস’কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অনাদি চন্দ্র দাস, অরুপ কান্তি দাস, অজয় কুমার দাস, রজত কুমার দাস, আকাশ চন্দ্র দাস, রাসেল চন্দ্র দাস, প্লাবন চন্দ্র দাস, অবিনাশ চন্দ্র দাস, শশাংক দাস, সত্যজিৎ দাস, সৈকত দাস, রাসমনি দাস, শেখর দাস, অনল চন্দ্র দাস, পংকজ দাস, প্রসেনজিৎ দাস, রন্জন চৌধুরী, গৌতম দাস, সুপ্রজিৎ দাস। কমিটির অপর তিনটি সদস্য পদ কো-অপ্ট রাখা হয়।
জেলা সভাপতি তারেক চৌধুরী অনুমোদিত নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রইসুজ্জামান।