বিশেষ প্রতিনিধি, দক্ষিণ সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় উপজেলা শ্রমিক লীগের জরুরি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের ব্যক্তিগত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠনের জন্য প্রাথমিক আলোচনা করেন নেতৃবৃন্দ।
মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। বক্তব্যে নূরুল হক বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। শ্রমিক লীগ আমাদের অধিকার আদায়ের কথা বলে। শেখ হাসিনার উন্নয়ন তৃণমূলে পৌছে দিতে শ্রমিক লীগ নেতৃবৃন্দকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজল চক্রবতী, জেলা ট্রাক শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা ট্রাক শাখার সদস্য মখদ্দুছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ লাইটেস শাখার প্রস্তাবিত সাধারণ সম্পাদক আবদাল হোসেন, সুনামগঞ্জ জেলা ট্রাক ইউনিয়নের লাইন সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা, সিএনজি পাগলা বাজার উপ-কমিটির সভাপতি আফজল হোসেন, সহ-সভাপতি সৈয়দুল ইসলাম, যুগ্ম-সম্পাদক এমরুল হক, সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, কোষাধ্যক্ষ ফাতে নূর, দর্শন দেউড়ী মিনিবাস শাখার ডাবর পয়েন্টস্থ ম্যানাজার বাছিরুল ইসলাম ও পরিবহণ শ্রমিক জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন পরিবহণ শ্রমিক গোলাম জিলানী ফারুক, অনুকূল দেব, ইকবাল হোসেন বাবুল, সফর আলী, সিরাজুল ইসলাম শামীম আহমদ, তানভির আহমদ, সিরাজুল ইসলাম সায়েম, আকিক মিয়া, সায়েম আহমদ, লায়েক মিয়া, ইমরান হোসেন (জুয়েল), শাহ আলম, মিজানুর রহমান, গোহাগ মিয়া, রনি চন্দ, সবুজ মিয়া, আশোক চক্রবর্তী, রাসাদ হোসাইন, মিয়ার হোসেন ও সুমন শর্মা প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি প্রয়াত বাণী দাসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।