স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে মোটর ম্যাকানিক শাহিন হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বারহাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর বারহাল গ্রামের আবদুল আলীর ছেলে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর সুদের পাওনা টাকা না পেয়ে শাহীন মিয়াকে নির্মমভাবে খুন করেছিল জাহাঙ্গীর।
পুলিশ জানায়, উপজেলার বারহাল গ্রামের আবদুল আলীর ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাবলু একই উপজেলার পার্শবর্তী শিমুলতলা গরিয়াবাজ গ্রামের হতদরিদ্র রিকশা চালক আজাদ মিয়ার ছেলে মোটর ম্যাকানিক শাহিন মিয়ার কাছে সুদে টাকা লাগিয়েছিল। হতদরিদ্র শাহীন টাকা দিতে না পারায় স্থানীয় বাদাঘাট বাজার থেকে মোটরসাইকেলসহ তাকে বাড়িতে আটকে রাখে নির্মম নির্যাতন করে। এক পর্যায়ে হাসপাতালে নিয়ে আসার পথে শাহিনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। কিন্তু জাহাঙ্গীর প্রভাবশালী থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিলনা। অবশেষে মঙ্গলবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুর রহমান সফি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতার করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, শাহিন হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলম বাবুলকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।