1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১২.৫০ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্টার::
‘স্বয়ংস¤পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ ¯ে¬াগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত সংবাদ সম্মেলনে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, এডভোকেট আইনুল ইসলাম বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শামস শামীম প্রমুখ। বক্তারা স্বচ্ছতার ভিত্তিতে মৎস্যপোনা যথাযতভাবে অবমুক্তকরণসহ সরকারি প্রকল্পগুলোর কাজ আন্তরিকতার সঙ্গে সংশ্লিষ্টদের বাস্তবায়নের দাবি জানান। এদিকে
দক্ষিণ সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্ত কার্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা উপস্থিত সাংবাদিকদের সামনে এ উপলক্ষে তার লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, ‘১৮ জুলাই থেকে ২৪ জুলাই ২০১৮ ইংরেজি পর্যন্ত দেশব্যাপী উদ্যাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।’ তিনি বলেন, ‘বুধবার থেকে মাইকিং, ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা , বিতর্ক প্রতিযোগিতা ও হাটবাজার বা জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্ধদ্ধকরণ সভা, আগামী মঙ্গলবারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ মূল্যায়ন, পুরুষ্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ অফিস প্রধান, দৈনিক উত্তর পুর্ব ও দৈনিক ডেসটিনি’র প্রতিনিধি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, দৈনিক সিলেটের ডাক ও আমাদের সময় প্রতিনিধি মো. নুরুল হক, দৈনিক সুনামগঞ্জের খবর ও দৈনিক যুগভেরী’র দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, দৈনিক হাওরাঞ্চলের উপজেলা প্রতিনিধি প্রতিনিধি শফিকুল ইসলাম, মৎস্যজীবী মতিউর রহমান ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম ছিদ্দিকী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!