অনলাইন ডেক্স::
সিলেট শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। এদিকে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে। বিগত ১২ বছরের মধ্যে এবারই সিলেটে পাশের হার সবচেয়ে কম।এবছর সিলেটে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী। যেখানে গত বছর সিলেটে পাসের হার ছিল ৭২ দশমিক ০৩ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ৭০০ জন।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন জানান, চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৭১ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন। শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে দশটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর পাস করতে পারেন নি।