স্টাফ রিপোর্টার::
শিক্ষক স্বল্পতার মধ্যেও গতবারের চেয়ে ভালো ফলাফল করেছে সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শীর্ষ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান সুনামগঞ্জ সরকারি কলেজ। কলেজের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১২৩৭ জনের মধ্যে পাশ করেছে ৯২৯জন। কলেজের ৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৭৫.১০। এদিকে মেয়েদের উচ্চশিক্ষার জেলার শীর্ষ প্রতিষ্টান চরম শিক্ষক সংকটের মধ্যেও মোটামুটি ভালো ফলাফল করেছে। এই কলেজের ৭৬৫ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৫৫৩ জন। পাশের হার ৭২.২৯%। তবে কলেজটির কোন ছাত্রী জিপিএ-৫ পায়নি।
অন্যদিকে শহরের আরেক শিক্ষা প্রতিষ্টান পৌর ডিগ্রি কলেজের ফলাফল আশানূরূপ হয়নি। কলেজটি থেকে ৪৮১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে মাত্র ১৬০জন। পাশের হার ৩৩.২৬।