সাজ্জাদ হোসেন শাহ::
সুনামগঞ্জের তাহিরপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার কারেণ্ট ও কোনাজাল জব্দ করে পরে তা পুড়িয়ে ফেলা হয়েছে। শনিবার দুপুরে এসব পৃথক ঘটনা ঘটে। তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের ধাওয়া জলমহালে এবং সদর উপজেলার গজারিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় অবৈধ জাল দিয়ে মাছ ধরায় মৎস্য অফিস প্রশাসনকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিভিন্ন স্থানে অভিযানে নামে। শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের ধাওয়া জলমহাল অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকার কোনাজাল আটক করে ভ্রাম্যমাণ আদালত পুলিশ। পরে উপজেলা পরিষদ পরিষদ প্রাঙ্গনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জালগুলো পুড়ে ফেলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা তানভীর আহমেদ, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, এসআই আমীর হোসেন প্রমুখ।
এদিকে সদর উপজেলার গজারিয়া নদীতে ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করেন এনডিসি রাহুল চন্দ্র। অভিযানে প্রায় ২লক্ষ টাকার কারেণ্ট ও কোণাজাল আটক করে বিকেলে উপজেলা ভূমিক অফিসের সামনে এসে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, এসআই জালাল প্রমুখ।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস বলেন, অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালবে। আমরা মাছের বংশ নির্বংশ করতে দেবনা।