রীনা তালুকদার
বর্ষা থাকে হরহামেশা লাল ডালিমে শূন্য শঙ্খ চূঁড়ে
ঝর্ণা পাহাড় কাঁপে মেঘের ডাকে নীল আকাশ জুড়ে
রকেট কবিতার রকেট গতি সনেট লেখা বিজ্ঞানে
বিজ্ঞান কাব্যে সব লেখা যায় সাধন করো ধ্যান জ্ঞানে
প্রেম মিশেল বর্ষাতে আর বিজ্ঞান মিশেল ছবিটায়
কেউ জানে না সুখ্যাতি কোথায় পাবেন কোন্ কবিতায়
নতুন দিকে নতুন ধারা ভালো ; নয়কো কিছু মন্দ তা
যা কিছুই হোক যেখানে সেখানে বাংলায় আনো শুদ্ধতা
প্রেম যমুনায় বর্ষা থাকুক কালিদাসের মেঘদূত
জয়গোস্বামীর মেঘবালিকা গুণের দ্রৌপদী অ™ভূত
কবি গুণের ধ্রুপদী বরষা আমার আছে মেঘদেব
শরৎ চন্দ্র, হেমন্ত মুখোপাধ্যায়, ঠাকুর গ্রীস্ম দেব
কবি শীতলদাস, নায়ক বসন্ত চৌধুরী ঋতু নামি
শ্রাবণ মাসে কদম ফুলে বর্ষা কবি বিষ্ণুদেই দামী।