স্টাফ রিপোর্টার::
সত্তরের নির্বাচনে হাওরাঞ্চলে বঙ্গবন্ধুর সফরসঙ্গী মহকুমা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা ও সংগঠক মুজিবুর রহমান চৌধুরী (৭০) মারা গেছেন। শনিবার সকাল সাতটায় সিলেটের একটি বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে মারা যান। জামালগঞ্জ উপজেলার মরহুমের গ্রামের বাড়ি ফেনারবাকে যানাজা শেষে তাকে সুনামগঞ্জ জেলা শহরে রাষ্ট্রীয় মর্যাদায় রাতে দাফন করা হবে।
সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি আব্দুল মজিদ বলেন, সিলেটে মুজিবুর রহমান চৌধুরী মারা যাবার পর সেখান থেকে তাকে নিজ বাড়ি জামালগঞ্জের ফেনারবাকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে নামাজে যানাজা শেষে সন্ধ্যায় সুনামগঞ্জে পৃথক জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী মহান মুক্তিযুদ্ধে বালাট সাবসেক্টরের একজন অগ্রপথিক যোদ্ধা ও সংগঠক ছিলেন। তিনি বিএলএফ’র একজন সক্রিয় সংগঠক ছিলেন।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭০ সালে সুনামগঞ্জ জেলা হওয়ার আগে মহকুমা ছাত্র লীগের সভাপতি নির্বাচিত হন মুজিবুর রহমান চৌধুরী। এসময় জাতীয় নির্বাচন শুরু হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাওরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় আসেন। সফরের দুইদিন হাওরাঞ্চলের প্রার্থীরাসহ বঙ্গবন্ধুর সফরসঙ্গী হিসেবে ছিলেন ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান চৌধুরী। প্রচারণা চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবুর রহমান চৌধুরীকে নানা পরামর্শ দেন।
মুজিবুর রহমান চৌধুরীর সহযোদ্ধা ও ছাত্রলীগের তৎকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, মুজিব ভাইকে খুব ¯েœহ করতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সত্তরের নির্বাচনে তিনি সফরসঙ্গী ছিলেন। এই সফরে আমিও ছিলাম। কাছ থেকে দেখেছি জাতির জনক তাকে ¯েœহ করতেন। দুই বছর আগে প্রকাশিত আমার গ্রন্থ ‘বঙ্গবন্ধুর সঙ্গে দুই দিন’ বইয়ে আমি এসব উল্লেখ করেছি।