অনলাইন ::
কানাডার টরন্টোতে গুলির ঘটনায় এক শিশুসহ অন্তত নয়জনের আহত হওয়ার খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
টরন্টোর পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার রাতে টরন্টোর গ্রিকটাউন এলাকায় গোলাগুলির ওই ঘটনার পর হামলাকারী নিহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, গ্রিকটাউনের ড্যানফোর্থ ও লোগান এলাকায় কয়েকজনকে চিকিৎসা দিতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। বাকিদের পাঠানো হয়েছে হাসপাতালে।
ড্যানফোর্থ ও লোগান এভিনিউয়ে ওই মুহূর্তের একটি ভিডিও এসেছে ইনস্টাগ্রামে, যেখানে গুলির শব্দ শোনা যায়।
তবে কে কেন এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
জোডি স্টেইনহাওয়ার নামের এক প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে বলেছেন, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন।
হঠাৎ করেই তারা ১০ থেকে ১৫টি বিকট শব্দ পান। প্রথমে তাদের মনে হয়েছিল, বোধ হয় বাজি ফোটানো হচ্ছে। দৌড়ে রেস্তোরাঁর পেছনে চলে যাওয়ার সময় তারা লোকজনের চিৎকার শুনতে পান।