স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারের বিভিন্ন এলকায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত “হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ’র সদস্য সচিব অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সদস্য অাসাদ মনি ৫ দফা দাবিনামা নিয়ে মতবিনিময় করেন। উপজেলার গোপালপুর, হামিলপুর, জগীরগাঁও, অাইমা নোয়াগাঁও, অাজারিগাঁওসহ কয়েকটি গ্রামে প্রচারণা করেন। পরে অামবাড়ি বাজারের সিএনজি স্ট্যান্ডে মিলিত হয়ে লিফলেট বিতরণ ও বিষয়বস্তু ব্যাখ্যাসহ কৃষকদের নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে চিত্তরঞ্জন তালুকদার বলেন, বৈশাখ মাস থেকে পানির দামে ধান বিক্রি করে এসব সহজ-সরল কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা নানা জঠিলতায় সরকার নির্ধারিত মূল্য পাচ্ছেন না। উপস্থিত কৃষকদের আগামী ২৭ জুলাই সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানান চিত্তরঞ্জন তালুকদার।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন কৃষক মো: হযরত অালি, অালি মর্তুজা, অাব্দুর রউফ, নুরুল মোস্তাকিম, মো: অাফাজ উদ্দিন, অাইজুর রহমান, সখীচরণ সরকার, ছাত্র অাহাদ, এলকাস উদ্দিন প্রমূখ।
মতবিনিময় শেষে চিত্তরঞ্জন তালুকদার জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কৃষকদের দাবিনামা সম্বলিত লিফলেট প্রদান করেন।