দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে শালিস বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শালিসকারীসহ অন্তত ১০জন। বৃহষ্পতিবার বিকেলে উপজেলার কর্ণগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমসেদ খা (৪০) কর্ণগাও গ্রামের ওসমান খার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্ণগাও গ্রামের আবুল ওয়াফা ও আলম খার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার নিষ্পত্তির জন্য গ্রামের আব্দুল্লাহ মিয়ার দোকানে বৃহষ্পতিবার বিকেল চারটায় শালিস বৈঠক বসে। শালিসে কথা কাটাকাটির জের ধরে আবুল ওয়াফার লোকজন অতর্কিত হামলা করে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরতর আহত হন জমসেদ খা। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হন তার আতœীয় আলমগীর খা ও আলম খা। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিপক্ষের আঘাতে আলম খার পক্ষের আরো তিনজন আহত হন। অন্য পক্ষ ও শালিসকারীসহ আরো ৫জন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল বলেন, খবর পাওয়ার পরই আমরা ঘটাস্থলে ছুটে এসেছি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।