সাজ্জাদ হোসেন শাহ::
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী মাদক নির্মূল অভিযান চলছে। তিনি বলেন, যারা মাদক ব্যবসায়ীদের ইনিয়ে বিনিয়ে সমর্থন দেয় মাদক ব্যবাসায়ীদের সঙ্গে তাদেরকেও দেশছাড়া করব। আমরা জনগণের সহায়তায় দেশ থেকে মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করব। এলাকাবাসীকে মাদক ব্যবসায়ীদের নির্মূলে কাজ করার আহ্বান জানান।
বৃহষ্পতিবার বিকেলে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসন, র্যাব ৯, সুনামগঞ্জ জেলা পুলিশ, তাহিরপুর উপজেলাবাসীর সহযোগিতায় আয়োজিত লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক বিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এসব কথা বলেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় অনুষ্টিত মাদক বিরোধী মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, র্যাব ৯ সিলেট এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুনামগঞ্জ হারুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুল এহেসান, র্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অদি দপ্তর সুনামগঞ্জ এর সহকারী পরিচালক ডা. সাজিদুল হাসান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহ সভাপতি আবুল কাশেম, অর্থ সম্পাদক রজত ভুষন, আরসি সদস্য সজল আহমেদ, বাবুল মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী আবুল হোসেন খান, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক হাজী মোশরফ হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা শ্রমিকলীগ আহ্বায়ক সেলিম আহমেদ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, কয়লা আমদানীকারক মুজিবুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন প্রমুখ।