সাজ্জাদ হোসেন শাহ্ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপির উদ্যোগে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর, পাতারগাও, মল্লিকপুর, বাদাঘাট, কামড়াবন্দ, মোল্লাপাড়া, সুন্দরপাহাড়ী ও গাঘটিয়া ৮টি গ্রামের সপন্সরশীপ ৬৪৬ জন শিশুর মাঝে প্রতি শিশুকে চারটি করে মোট ২হাজার, ৫শ, ৭৬টি আম ও নারিকেল গাছের চাঁরা বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মোখলেস মিয়ার বাড়ীতে এ চাঁঁরা বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁরা বিতরণ করেন, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সিলেট বিভাগের সমন্বয়কারী সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, প্রত্যাশা কৃষি সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির চাইল্ড প্রোটেকশন অফিসার এন্তনি রংদী, ইঞ্জিনিয়ার রিন্তু চাকমা, মাঠকর্মী শাপলা আক্তার, মাজেদা বেগম, অনুপম তালুকদার, রুমা বেগম, নার্গিস আক্তার প্রমুখ।