তাহিরপুর প্রতিনিদি
“তাহিরপুরে কৃষকের ধান দিচ্ছে ফড়িয়া ব্যাবসায়ীরা” এমন শিরোনামে গত ২৩ জুলাই দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের এক কৃষকের অভিযোগের ভিত্তিতে বাদাঘাট ইউনিয়নে ধান সংগ্রহ অভিযানে কৃষকের নামে ধান দিচ্ছে ফড়িয়া ব্যাবসায়ী এমন বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
তদন্ত শেষে আজ রবিবার(২৯ জুলাই) তদন্ত কমিটি ধান সংগ্রহ অভিযানে বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের কৃষকের নামের তালিকা তৈরীতে অনিয়মের বিষয়টি সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি।
তদন্ত কমিটি এ প্রতিবেদককে বাদাঘাট ইউনিয়নে ধান সংগ্রহ অভিযানে অনিয়মের বিষয়ে সত্যতা পাওয়ার বিষয়ে নিশ্চিত করে জানান,বাদাঘাট ইউনিয়নে ধান সংগ্রহের আগের নামের তালিকা বাতিল করে ১ আগষ্ট বুধবার সকাল ১১ ঘটিকায় লটারির মাধ্যমে উপজেলা সংগ্রহ কমিটির উপস্থিতিতে কৃষকের নামের তালিকা নতুন করে চুড়ান্ত করা হবে।
উল্লেখ্য,চলতি অর্থবছরে তাহিরপুর উপজেলায় ৫০০ মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্ধ দেওয়া হয়েছে। যা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বন্টন করে প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে কৃষকদের মধ্যে বন্টন করার দায়িত্ব দেয়া হয়েছিল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব বলেন, আগের তালিকা বাদ দিয়ে সকল কৃষকের উপস্থিতিতে লটারির মাধ্যমে বাদাঘাট ইউনিয়নের প্রকৃত কৃষকদের নতুন তালিকা করা হবে।