তাহিরপুর প্রতিনিধি : বেসরকারী উন্নয়ন সংস্থা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভলপমেন্ট প্রজেক্ট (আইসিডিপি) প্রকল্পের উদ্যোগে হাওর এলাকার হতদারিদ্র্য, স্বল্প শিক্ষিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ১২দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কাজের উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকালে স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এমএফআই বাদাঘাট ব্র্যাঞ্চের মেল্লাপাড়া কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্ভোধন করেন, ভোরের কাগজ তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্ ।
এ উপলক্ষে আলোচনা সভায় অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রাহাত হায়দার, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্পের ফিল্ড ম্যানেজার উইলসন ডালবত, এফএফ নাসির উদ্দিন, স্যানক্রেড এমএফআই বাদাঘাট ব্র্যাঞ্চ ম্যানেজার নজরুল ইসলাম, সমাজসেবক জামাল উদ্দিন, সেলাই প্রশিক্ষণের ট্রেইনার রীতা রাণী দাশ প্রমুখ।
স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফোকাল পার্সন ইলিমেন্ট হাজং জানিয়েছেন, আমরা প্রতি বছরই এরকম প্রশিক্ষণের আয়োজন করি। এ প্রশিক্ষণের ফলে গ্রামীন জনপদের অবহেলিত, স্বল্প শিক্ষিত হতদারিদ্র্য নারীরা স্বাবলম্বী হয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।