স্টাফ রিপোর্টার::
শুক্রবার সন্ধ্যা ৭ টায় সুনামগঞ্জ হোসেন বখত চত্বরে ও দক্ষিণ সুনামগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে সম্প্রতি রাজধানী ঢাকায় চলন্ত বাস চাপায় নিতহ দুই শিক্ষার্থীর স্মরনে এক মিনিট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্র ইউনিয়ন। মোমবাতি প্রজ্বলন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। হোসেন বখত চত্বরে আলোচনাসভায় বক্তব্য রাখেন সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কলেজ সংসদের সাবেক সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, কলেজ সংসদের সভাপতি সুকান্ত দত্ত, সাধারণ সম্পাদক আসাদ মনি, সাংগঠনিক সম্পাদক মলয় চন্দ্র কর, সহ- সভাপতি রান্টু কান্ত দাস, সহ- সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, এবং সাকিব আহমেদ, শাহ্ জামান, সাধারন শিক্ষার্থী নাসিম চৌধুরী প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ছায়াদ হোসেন সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব রিমেল আহমেদ রুমেলের সঞ্চালনায় মোমবাতি প্রজ্জ্বলন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শ্যামল দেব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রভাষক দুলন দেবনাথ, প্রভাষক বেলাল আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, আল আমিন, গৌরাঙ্গ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ সুনারতরী সমাজ কল্যান সংস্থার সভাপতি ফাহিম আহমেদ,সহ সভাপতি মাজহারুল ইসলাম,সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ,শাহিনুর আহমেদ সুলতান,জাহেদ মিয়া,দপ্তর সম্পাদক শুয়েব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের সদস্য, এহিয়া, রাজু, মান্না তালুকদার, শুভ দাস, প্লাবন দাস, আবু তাহের, আবু সাইদ, হাবিব, জবিরুল, আতিকুর রহমান, শাহিনুর মিয়া, রনি মিয়া, সৈকত দাস, তুফায়েল আহমেদ ও প্রমুখ।