স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বিপ্লবের পরিকল্পনায় সিনেপ্লেক্সের উদ্বোধন হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় ঐতিহ্য যাদুঘর সংলগ্ন পুরাতন কালেক্টরের ভবনের একটি কক্ষে দৃষ্টিনন্দন সিনেপ্লেক্সের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত চলচ্চিত্রসহ সনামগঞ্জ জেলার উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বিপ্লব বলেন, সুনামগঞ্জ দখিনের সিঙ্গাপুর। একটি অনন্য ও উর্বর জেলা। মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, কৃষি, পর্যটন সবক্ষেত্রেই অপার সম্ভাবনার নাম সুনামগঞ্জ। তিনি সুনামগঞ্জের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, আজকে প্রতিদিন সুনামগঞ্জে বাইরের ট্যুরিস্ট আসছে। এটা এই অঞ্চলের ইকোনমিকে রান করার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটা ধরে রাখতে হবে।
সিনেপ্লেক্স নির্মাণ বিষয়ে তিনি বলেন, এখানে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নির্ভর ছবি প্রদর্শিত হবে। যাতে বাইরের পর্যটকরা এই সমৃদ্ধ এলাকা সম্পর্কে গভীরভাবে জানতে পারেন। সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সুনামগঞ্জের সুনাম ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান জানান, উদ্বোধনের পর থেকে আগামী একমাস সিনেপ্লেক্সে ফ্রি ছবি প্রদর্শিত হবে। একমাস পরে ফিস নিয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছবি দেখানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির সিইও লে. ক. আবুল এহসান, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক মো. এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শামছু মিয়া, উদীচীর জেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য একটি সুসজ্জিত কক্ষকে শীতাতপ নিয়ন্ত্রিত করে সাউন্ডপ্রুপ করে সিনেপ্লক্সে কক্ষটি তৈরি করা হয়েছে। এখানে ৪০ জন এক সঙ্গ বসে বড় পর্দায় ছবি দেখতে পারবেন।