তাহিরপুর প্রতিনিধি ::
”আদিবাসী জাতিসমূহের দেশান্তর প্রতিরোধের সংগ্রাম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় তাহিরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৮ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কড়ইগড়া আদিবাসী পল্লী পানি ব্যাবস্থাপনা কার্যালয়ে আদিবাসী সুরমা কৃষি সমবায় সমিতি লিঃ এর আয়োজনে ও স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্প, দৈনিক ভোরের কাগজ, দৈনিক সুনামকন্ঠের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি কড়ইগড়া টেকেরঘাট সড়ক প্রদক্ষিণ শেষে আদিবাসী দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আদিবাসী সুরমা কৃষি সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যা সুষমা জাম্বিলের সভাপতিত্বে ও স্যানক্রেড আইসিডিপি প্রকল্পের ফিল্ড ম্যানেজার উইলসন দালবতের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, রূপন রাকসাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য স¤্রাট মিয়া, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এন্ড্রো সলোমার, প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্পের কো-অর্ডিনেটর সত্যেন্দ্রনাথ মিত্র, স্বাস্থ্য সহকারী আদিবাসী নারীনেত্রী মেরিনা দিব্রা, ডিকন পরিতোষ চাম্বুগং, মিখাইল দিও প্রমুখ।
পরে বড়গোপটিলা, মাঝেরটিল, কড়ইগড়া, রাজাই, চাঁনপুর এলাকার স্থানীয় আদিবাসীদের অংশগ্রহনে আদিবাসীদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।