স্টাফ রিপোর্টার::
২০১৬ সনের বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগে ২য় স্থান লাভ করেছে সুনামগঞ্জ জেলা। জেলার ৪৬ কলেজের ৭৭১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪০জন। জেলায় পাসের হার ৬৯.২০%। তবে ছেলেদের চেয়ে জিপিএ-৫ ও মোট পাসের দিক দিয়ে এগিয়ে আছে এ জেলার মেয়েরা। গতবারও তারা এগিয়েছিল।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাসের দিক দিয়ে সিলেট জেলা ৭৩.৩০ শতাংশ ফলাফল নিয়ে প্রথম স্থান লাভ করেছে। ৬৯.২০% ফলাফল নিয়ে দ্বিতীয় হয়েছে সুনামগঞ্জ। ৬৭.২০% ফলাফল নিয়ে তৃতীয় হবিগঞ্জ এবং ৬০.৬২% ফলাফল নিয়ে চতুর্থ স্থান লাভ করেছে মৌলভীবাজার জেলা। তবে গতবারের তুলনায় পাসের হার কম বলে সংশ্লিষ্টরা জানান।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এ জেলার ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করেছে। ৪১৩৫ জন মেয়ে এবং ৩৫৮২ জন ছেলে পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও মেয়েরা এগিয়ে। ২২ জন মেয়ে এবং ১৮ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষাবিদগণ জানিয়েছেন, সুনামগঞ্জে বরাবরের মতো পাবলিক পরীক্ষায় মেয়েরা ভালো ফলাফল করছে। পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের দিক দিয়ে তারা প্রতিনিয়ত ছেলেদের অতিক্রম করছে বলে সংশ্লিষ্টরা জানান।