হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকেঃ
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা/ ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট বৃহস্পতিবারে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালি শেষে শাল্লা উপজেলা পরিষদ চত্বরে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন- শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কৃষিবিদ কে এম বদরুল হক।
বক্তারা উপস্থিত সকল কে গাছ লাগানোর প্রতি আহ্বান জানিয়ে জীবন ও প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহহ্বান জানান।