স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে চার জুয়াড়িকে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয় চার জুয়াড়িকে ১৫ দিন করে সাজা প্রদান করে কারাগারে পাঠিয়ে দেন।
জানা গেছে শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজারে জুয়া খেলছিল একটি চক্র। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রঙ্গারচর এলাকার কাছম আলী (৩০), শান্তু মিয়া (৪৫), জালাল আহমদ (২৫) এবং সুমন মিয়া (২৮) আটক করে। শনিবার সকালে পুলিশ এই ৫ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাইজার মোহাম্মদ ফারাবী তাদের প্রত্যেককে ১৫দিন করে দ- প্রদান করে কারাগারে প্রেরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী চার জুয়াড়িকে দ-প্রদানের কথা স্বীকার করেছে।