মোঃ রবিউল আলম
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন” এই স্লোগানকে সামজিক আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ পরিবার’র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয় | গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একাদশ শ্রেণী হতে অনার্স পড়ুয়া সকল ছাত্র-ছাত্রীদের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে শেষ হল বাঁধনের কর্মসূচী |
কলেজ পরিবারের আহ্বায়ক হাফিজুর রহমান লিটন ও সদস্য সচিব জামিল আহমেদর তত্ত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আহসান শহীদ আনসারি, আহ্বায়ক হাফিজুর রহমান লিটন, সদস্য সচিব জামিল আহমেদ , সদস্য মাহবুবুর রহমান, মোঃ রবিউল আলম, ইমরান হোসেন, সোহানুর রহমান সোহান, আশরাফুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ পিয়াল, নুর হোসেন, রাকিব হাসান, হামিদুর রহমান লিপন, আবুল ফজল উজ্জল, ওবায়দুল হকসহ অন্যান্যরা |
সুনামগঞ্জ সরকারি কলেজ ‘বাঁধন’ পরিবারের উপদেষ্টা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আহসান শহীদ আনসারী স্যার বলেন, বাঁধনের কাজের শেষ নেই বাঁধন সেই দিন সফলতা অর্জন করবে যেদিন বাংলাদেশের প্রতিটি জনগণ তার রক্তের গ্রুপ জানতে পারবে, সেইদিন হবে সফলতা যেদিন রক্তের অভাবে একটি প্রাণও ঝরে না যায় | বাঁধন একটি স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন, বাঁধন কারো দয়া কিংবা অনুগ্রহে পরিচালিত হয়না | সকল বাঁধন কর্মীদের উদ্দেশ্যে বলেন তোমরা তোমাদের কজের ধারাকে অব্যাহত রাখবে |