রনেন্দ্র তালুকদার পিংকু::
ভারতের রাজধানী দিল্লীতে শ্রীহট্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দিল্লীতে বসবাসরত সিলেটিরা আনন্দ উৎসবে মাতেন। দীর্ঘদিন পরে পরিচিতজনদের পেয়ে আবেগাপ্লুত হয়ে নানা স্মৃতি রোমন্থন করেন। দিল্লীর মুক্তধারা বঙ্গভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
সোমনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. অভিজিৎ তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধির চৌধুরী, ডা. সোমা তালুকদার প্রমুখ।
দিনব্যাপী উৎসবে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা ছিল। দিল্লীতে বসবাসতরত সিলেটিদের সন্তানরা এই উৎসবের আয়োজনে অংশ নেন।
প্রধান অতিথি বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, সিলেটিদের মধ্যে যারা দিল্লীতে বসবাস করেন তাদের নাড়ির টান ভেতর থেকে অনুভব করা যায়। এই সম্মেলনের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছেন। এই সম্মেলনের মাধ্যমে সিলেটি সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে এবং তার সর্বভারতেও ছড়িয়ে পড়বে।