রাজন চন্দ::
তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যেগে জন্ম নিয়ন্ত্রন বিষয়ক স্থায়ী ও দীর্ঘমেয়াদী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা ও মেরী স্টোপসের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প উদ্ধোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহা-পরিচালক মোঃ ওয়াহিদ হোসেন (এনডিসি)। ক্যাম্পে ২৯ পুরুষ নারী স্থায়ী পদ্ধতি গ্রহন করেন এবং ৫৩ জন মহিলা দীর্ঘ মেয়াদী পদ্ধতি গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ কুতুব উদ্দিন (যুগ্ম-সচিব), সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, আঞ্চলিক সুপার ভাইজার সিলেট মরগুল আজাদ, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকতা সিরাজুল হক প্রমুখ।