স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ কর্তৃক ৪৫,০০০/- টাকা মূল্যের ৩০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
এই ব্যাটালিয়নের অধীনস্থ বিরেন্দ্রনগর কোম্পানী’র সুবেদার মো: ফরিদ আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল ২১ আগস্ট ২০১৮ তারিখ ২০০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৩/১০-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ী নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে, যার মূল্য ৪৫,০০০/- টাকা।
তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ আটক করে।
এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হয়।