দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে বেপরোয়া বাস চাপায় সরুপা বেগম(৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাও গ্রামের বাসিন্দা সৌদিআরব প্রবাসী মছলিন উদ্দীনের স্ত্রী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দিরাই পৌর এলাকার সুজানগর গ্রামের দক্ষিন প্রান্তে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। বেপরোয়া বাস চালক আব্দুর রাজ্জাক বাসটি দিরাই বাসষ্টেশনে রেখে পালিয়ে যায়।এ ঘটনায় বাস চালককে গ্রেফতারের দাবীতে নিহতের স্বজনরা দিরাই-মদনপুর সড়কের ৩ ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ রাখেন। পরে দিরাই থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস চালককে গ্রেফতারের আশ^াস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,বাস চাপায় নিহত সরুপা বেগম দিরাই পৌর এলাকার সুজানগর গ্রামের নিকটাত্মীয়ের বাড়ি থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় দাড়ানো অবস্থায় সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা ন্যাশনাল এন্টারপ্রাইজের(সিলেট-জ ১১-০২৩৯) বেপরোয়া বাসটি তাকে স্বজোড়ে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ছিটকে পড়েন। সরুপা বেগম কে গুরুত্বর আহতাবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ নিহতের সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে বাস চালক ছাতক উপজেলার জাতুয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক কে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন,ঘাতক চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়,বাসটি থানায় জব্দ করা হয়েছে।