বিশেষ প্রতিনিধি, দক্ষিণ সুনামগঞ্জ::
অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ দেশের স্বাধীনতার জন্মদাতা আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করতে কাজ করছে। আওয়ামী লীগ খাই খাইয়ের রাজনীতি করেনা, দেশের মানুষকে খাওয়ানোর রাজনীতি করে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়নে কাজ করে। দেশের খেটে খাওয়া মানুষের দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ দেশেরে উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ এ দেশ স্বাধীন হওয়ায় যেমন ভূমিকা পালন করেছে, এ দেশকে শক্তিশালী করে তৈরি করতেও একই ভূমিকা পালন করতে চায়। আওয়ামী লীগকে আপনারা সে সুযোগ করে দিন। ভালো করে মনে রাখবেন, আওয়ামী লীগ খাই খাইয়ের রাজনীতি করে না। মানুষকে খাওয়ানোর রাজনীতি করে।’
সাধারণ মানুষকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে মান্নান বলেন, ‘নৌকা এ দেশের মানুষকে ভাসিয়েছে, সুতরাং যারা ভাসাতে পারে তারা কখনো ডুবানোর চিন্তা করতে পারে না। এদেশের যদি উন্নয়ন চান তাহলে নৌকায় ভোট দিন। নৌকার সাথে থাকুন এ দেশের উন্নয়ন খুব দ্রুতই তরানি¦ত হবে। যদি অন্য চিন্তা করেন তাহলে এ দেশ এগুবে না। এ দেশকে এগিয়ে নিতে অন্ততপক্ষে নৌকায় ভোট দেন।’
শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় হজ্ব থেকে ফিরে উপজেলাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন তিনি। এসময় তার সাথে ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, আওয়ামীলীগ নেতা আবাব মিয়া, দেলোয়ার হোসেন, হিরেশ পাল, যুবলীগ নেতা কামরুল ইসলাম, সোহেল রানা তালুকদার, বদরুল আলম টিপু, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমূখ।
এছাড়াও শুক্রবার সকালে দামোদরতপী, খুদিরাই, চিকারকান্দি বাজার, বিকাল আড়াইটায় উজানীগাঁও পয়েন্ট, ৩ টায় নোয়াখালী বাজার সাড়ে ৩টায় গনিগঞ্জ বাজার ও সব শেষে পাথারিয়া বাজারে উপজেলা বাসীর সাথে হজ্ব পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।