স্টাফ রিপোর্টার::
এলাকা থেকে মাদক নির্মূলের লক্ষ্যে গঠিত মোহনপুর যুবকল্যাণ পরিষদ শনিবার রাতে এলাকাবাসীর সহায়তায় গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এসময় মোহনপুর গ্রামের প্রাক্তন ইটখলায় গিয়ে সংগঠনের সদস্যরা আশপাশের কয়েকজন মাদকসেবীকে মাদক সেবনে পান। তখন তাদের উপর হানা দিলে মাদকসেবীরা মাদক ফেলে পালিয়ে যায়।
মোহনপুর যুবকল্যাণ পরিষদের সদস্যরা গাজা ও কয়েক বোতল মদ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যকে অবগত করেন। ইউপি সদস্য মো. শামছুন্নুর গ্রামের গ্রামের শালিস কমিটিকে অবগত করে জব্দকৃত মাদকদ্রব্য পুড়িয়ে ফেলার নির্দেশনা দেন যুবকদের। পরে যুবকরা রাতে উদ্ধারকৃত কয়েকশ গ্রাম গাজা ও দুই বোতল মদ আগুনে পুড়িয়ে ফেলেন।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর যুবকল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক রইছুজ্জামান, সহসভাপতি সাফিজ উদ্দিন, মজর আহমেদ সাজু, তানভির আহমদ জনিক, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সদস্য লিটন, আলমগীর প্রমুখ। তাছাড়া এসময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিম উদ্দিনসহ গ্রামের শালিস কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাদকের বিরুদ্ধে ও ন্যায় বিচারের লক্ষ্যে সম্প্রতি সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের তরুণরা ‘মোহনপুর যুবকল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠন গঠন করেছে। এলাকায় মাদকবিরোধী প্রচারণা, ঈভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক প্রতিরোধসহ অন্যায় অবিচারের বিরুদ্ধে শপথমূলক কাজ করছে সংগঠনের নেতৃবৃন্দ।