তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে পরম করুনাময় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় মধ্য তাহিরপুর (রায়পাড়া) ও নয়াহাটি গৌর ভক্তবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রা উপজেলা শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষন করে।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন মধ্যতাহিরপুর রায়পাড়া শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি মিন্টু রায়,সাধারন সম্পাদক রুপক দাশ,উপদেষ্ঠা শীতেশ রায়, সহ-সভাপতি ভজন বিশ^াস,নান্টু রায়, সঞ্জয় কুমার রায়,তপন রায়,যোগল কিশোর গোস্বামী,সত্যেন্দ্র রায়,প্রদীপ রায়,শ্যামল রায়,দীজেন্দ্র রায়,অনুকুল রায়,সুকেন্দ্র রায়,স্বপন রায়, কবিন্দ্র চন্দ,বাবুল চৌধুরী,রিংকু রায়,সাংবাদিক রাজন চন্দ প্রমুখ। শোভাযাত্রা শেষে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ ও মানুষের শান্তি কামনা করেন উপস্তিত গৌর ভক্তরা।